Feni (ফেনী)

কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ

মো: মিজানুর রহমান (পলাশ)

ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ভুয়া দাবি করে তা বাতিলের দাবিতে দলটির নেতাকর্মীদের একাংশ বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) ফেনী শহরের ট্রাংক রোডে এ সমাবেশ করেন তারা। এসময় দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে ২২ ডিসেম্বর দুপুরে ঘোষিত ফেনী জেলা বিএনপির আওতাধীন সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। দুই উপজেলার চার ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই তা প্রত্যাহারের দাবিতে দুই উপজেলায় বিক্ষোভ করছে দলীয় নেতাকর্মীরা।
 
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে এবং সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন।
Learning & Earning IT Educare Center
 
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল মোবারক (ভিপি দুলাল), জেলা যুবদলের সহ-সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহমদ পেয়ার, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক, ফেনী জেলা জাসাস নেতা ইসমাইল হোসেন সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। যাদের স্থান দেওয়া হয়েছে তাদের কয়েকজন বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে। বিএনপির আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল তাদের বঞ্চিত করা হয়েছে। বিক্ষোভে সমাবেশে ঘোষিত কমিটিগুলো প্রত্যাহার করে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।

এসময় মিছিলকারীরা ‘অবৈধ কমিটি মানি না, মানবো না’, ভুয়া ভুয়া স্লোগানে ফেনী প্রেস ক্লাব এলাকা প্রকম্পিত করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!