কিশোরগঞ্জে প্রীতি ম্যাচে হারল সুমনের একাডেমি
<![CDATA[
কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে হেরেছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল একাডেমি। শনিবার (২৪ সেপ্টেম্বর) ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে তাদের হার ২-০ গোলে।
খেলা দেখতে শত শত মানুষের সমাবেশ ঘটে। জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম ভরে যায় কানায় কানায়। অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশও করতে পারেননি।
আরও পড়ুন: রোনালদোর বিরুদ্ধে অভিযোগ আনল এফএ
ম্যাচ শেষে ব্যারিস্টার সুমন বলেন, ‘ফুটবল একটি গ্রামবাংলার জনপ্রিয় খেলা। মানুষকে নির্মল আনন্দ দিতেই আমার এ উদ্যোগ। আর কিশোরগঞ্জ হচ্ছে রাষ্ট্রপতির এলাকা। তিনি এখান থেকে বারবার জিতে এমপি হয়েছেন। এখন দেশের রাষ্ট্রপতি। তাদের আসলে হারানো যায় না।’
আরও পড়ুন: উরুগুয়েকে হারাল বিশ্বকাপে ইংল্যান্ডের গ্রুপে থাকা ইরান
প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রিয় ব্রত পাল, গুরুদয়াল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মো. আরজ আলী, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার রিয়াদ আহম্মেদ তুষার, কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. দাউদ প্রমুখ।
]]>




