খেলা

জয়পুরহাটে রব্বানী গ্রুপের প্রধানসহ আটক ৪

<![CDATA[

জয়পুরহাটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের রব্বানী গ্রুপের প্রধানসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে জয়পুরহাট শহরের নতুন হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- জয়পুরহাট শহরের নতুনহাট শেখপাড়ার ওবায়দুল হকের ছেলে গ্যাংলিডার গোলাম রব্বানী (২৪), শেখপাড়ার আলতাব হোসেনের ছেলে ফাহিম শেখ (২০), একই এলাকার নজরুল শেখের ছেলে ইব্রাহীম হোসেন (২০) ও শান্তি নগর মহল্লার মৃত. মতিয়ার রহমানের ছেলে শাহিন হোসেন (২৩)।

র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের লিডারসহ চারজনকে আটক করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে একাধিক কিশোর গ্যাং গ্রুপ

অভিযুক্তরা এলাকায় কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। এরা সবাই রব্বানী গ্রুপের সদস্য। গ্যাংলিডার গোলাম রব্বানীর নামে আগেও একটি অস্ত্র মামলাসহ মোট চার মামলা রয়েছে এবং শাহিন হোসেনের নামে একটি মামলা রয়েছে। সর্বশেষ তারা ৭-৮ জন একত্র হয়ে জয়পুরহাট সদর থানাধীন নতুনহাট এলাকার একটি পরিত্যক্ত দোকানের পেছনে সমবেত হয়ে গাঁজা ও ফেনসিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

আটকদের কাছে ধারালো টিপ চাকু, ফেনসিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদকসেবন করার অন্যান্য সরঞ্জামাদিও পাওয়া যায়। পরবর্তীতে আটক কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

এর আগে গত শনিবার (০৭ জানুয়ারি) নতুনহাট গরুর বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনতাই হয়। এরপর জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা নতুনহাট এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বৃদ্ধি করে। আর এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট এলাকায় অভিযান পরিচালনা করে চার কিশোর গ্যাং সদস্যকে আটক করে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!