ঝালকাঠিতে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
<![CDATA[
ঝালকাঠির রাজাপুর উপজেলায় কাভার্ডভ্যান মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থালেই নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলার রাজাপুর উপজেলার ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কের নৈকাঠি পালবাড়ি নামক স্থানে এ দুঘটনা ঘটে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, গ্যাসের সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যান পিরোজপুর থেকে ছেড়ে এসে বরিশালের দিকে যাচ্ছিলো।
বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুই আরোহী পিরোজপুরে দিকে যাচ্ছিলো। এ সময় কাভার্ডভ্যান মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তবে, এখনও নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক কাভার্ডভ্যান ও তার চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি পুলক চন্দ্র রায়।
]]>




