নেত্রকোনায় আহত আ.লীগ নেতার মৃত্যু, মহাসড়কে বিক্ষোভ
<![CDATA[
নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুব্রত সাংমার মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, আওয়ামী লীগের ওই নেতার মৃত্যুর প্রতিবাদে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের উৎরাইল বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ গারো ছাত্র সংগঠন বাগাছাস। এ সময় আন্দোলনকারীরা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে ফাঁসির দাবি জানান।
নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: যশোরে নির্বাচনী সহিংসতায় আহত আ.লীগ নেতার মৃত্যু
এর আগে, ২৯ সেপ্টেম্বর রাতে পৌর শহরের শিবগঞ্জ ফেরিঘাট এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা, ছাত্রলীগ নেতা ওমর ফারুক বাবুসহ চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সুব্রত সাংমা ও ওমর ফারুক বাবুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শুটার শামীম ওরফে শামীম মিয়া, বদরুজ্জামান বদি, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ১৫ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় একটি মামলা করেন সুব্রত সাংমার বোন কেয়া তজু।
সুব্রত সাংমা আওয়ামী লীগের হালুয়াঘাট-ধোবাউড়া আসনের প্রয়াত এমপি প্রমাণিকের ভাতিজা। তিনি ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে কুল্লাগড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কুল্লাগড়ায় ইউপি চেয়ারম্যান নির্বাচন করলেও সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।
]]>




