বিনোদন

বিয়ের প্রশ্নে ‘সাইলেন্ট’ মেহজাবিন চৌধুরী

<![CDATA[

এই সমইয়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। নাম ‘দ্য সাইলেন্স’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহিদ।

‘দ্য সাইলেন্স’ শিরোনামের সিরিজটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে বলে নির্মাতা জানিয়েছেন। এর আগে মহাখালী স্টার সিনেপ্লেক্সে একঝাঁক তারকা নিয়ে প্রিমিয়ারের আয়োজন করেছেন নির্মাতা।

প্রিমিয়ার অনুষ্ঠানে গিয়ে মেহজাবিন বলেন, ‘আমি থ্রিলার জনারা খুব পছন্দ করি। আর সেটা যদি সাইকোলজিক্যাল থ্রিলার হয় তাহলে আরও বেশি ভালো লাগে। আর সে ধরনের কাজ যদি নিজে করার সুযোগ পাই তা হলে কোনো কথাই নেই।’

আরও পড়ুন: ফের আলোচনায় শামীম-অহনা

এরপর কথা প্রসঙ্গে একপর্যায়ে গিয়ে তাকে বলা হয় মেহজাবিন বিয়ের পর্ব কবে সারবেন। এই প্রশ্নের জবাবে একটি হাসি দিয়ে বলেন, ‘আজকে আসছি আমরা ‘দ্য সাইলেন্স’ নিয়ে কথা বলতে বিয়ের সানাই নিয়ে নই। বিয়ের কথা আজকে সাইলেন্স থাকবে।’

সিনেমায় দেখা যাবে সে প্রশ্ন সামনে রাখতেই অভিনেত্রী বলেন, ‘সিনেমার কথা এখনো কিছু বলতে পারছি না। সিনেমাটাকে আমি আলাদা করে সিনেমা ভাবিনা। প্রত্যেকটাই হলো কাজ। যে মাধ্যমেই আসুক না কেন আমি কতটুকু ভালো করছি দর্শক কীভাবে গ্রহণ করছে সেটা দেখতে হবে।  দর্শক যদি আমাকে টেলিভিশনের মাধ্যমে আমাকে ভালো পায় সেটা আমার জন্য অনেক বড় পাওয়া একইভাবে অনলাইনে ওটিটি বা ইউটিউবে পায় সেটাও আমার জন্য বড় পাওয়া। আর যদি বড় পর্দায় দেখতে পান সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া হবে।’

আরও পড়ুন: তৌসিফের ‘বউ বোঝে না’

প্রিমিয়ারের পর মেহজাবিন কে বলা হয়েছিলো তিনি তার কাজ দেখে কত রেটিং দেবেন? আবারও হাসি দিয়ে তার উত্তর, ‘আমি আমার এই কাজে রেটিং দিতে পারছি না। কেননা প্রত্যেকটা কাজ নিজের সন্তানের মতো। আর সন্তানের মধ্যে কোন বাছবিচার। এটাও আমার প্রিয় কাজের একটা। রেটিং বা ফিডব্যাক যাই হোক সেটা আপনারা দেবেন।’

আরও পড়ুন: অ্যালেন স্বপন ফিরছেন, সঙ্গে মিথিলা

‘দ্য সাইলেন্স’ প্রসঙ্গে বলেছেন যে, এজ এ টিম ১০০ ভাগ ডেডিকেশন দিয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা।  নতুন একটা পারসপেক্টিভ দেখানোর চেষ্টা করেছেন।জানা গেছে, একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ওয়েব সিরিজটি। সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ। এ কারণেই দুনিয়ার সৃষ্টি। এ বিষয়ই সিরিজটিতে ফুটিয়ে তোলা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!