মুখোমুশি শাকিব-মিশা!
<
৫ নভেম্বর থেকে গাজীপুরের একটি লোকেশনে শুরু হয়েছে চিত্রায়ণ। মূলত সিনেমার বাকি থাকা কাজগুলোই করছেন তারা। ‘আগুন’ পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। কিন্তু নানা প্রতিবন্ধকতায় আটকে যায় শুটিং।
আরও পড়ুন: এখনই প্রস্তুত নয় সামিরা খান মাহি
প্রতিবন্ধকতা কাটিয়ে আবারও লাইট-ক্যামেরার সামনে এ সিনেমার কলা-কুশলীরা। শাকিব-মিশার শুটিংয়ে কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে মুখোমুখি অবস্থানে দেখা যাচ্ছে শাকিব-মিশাকে। বোঝাই যাচ্ছে, খলনায়ক আর নায়কের ক্লাইম্যাক্স সিনের শুটিং চলছে।
জানা গেছে, ‘আগুন’ সিনেমার শেষ লটের কাজ চলছে। ৫ নভেম্বর থেকে টানা ছয় দিন চলবে চিত্রায়ণ। আর গানের কাজের মাধ্যমে শেষ হবে কাজ। ‘আগুন’ সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত, সীমান্ত, চিকন আলী প্রমুখ।
]]>




