লন্ডভন্ড ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল, নিহত ৩১
<![CDATA[
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে সাইক্লোন নালগার আঘাতে ভূমিধস এবং বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
এ ছাড়া নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের এক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সাইক্লোন নালগার প্রভাবে ঝড়-বৃষ্টির পাশাপাশি রাতারাতি আকস্মিক বন্যা শুরু হয়। এতে তিন লাখ জনসংখ্যার শহর মিনাদানাও দ্বীপের কোটাবোটোকে লন্ডভন্ড করে ফেলে।
শুক্রবার (২৮ অক্টোবর) ফিলিপিন্স সরকারের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের প্রধান নাগুইব সিনারিম্বো জানান, সাইক্লোনের প্রভাবে বৃষ্টির পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এতে নদীর পানি বিপৎসীমা পার হয়ে যায়। নিহতদের বেশির ভাগই বন্যার পানিতে ভেসে গেছে। এ ছাড়া কেউ কেউ ভূমিধসের কারণে মাটিচাপা পড়ে মারা গেছে। সিনারিম্বো বলেন, ‘প্রথমে আমরা ১৩টি লাশ পেয়েছিলাম, পরে লাশের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। এখন আমাদের প্রধান কাজ উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি যারা বেঁচে আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা।’
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের চরম ঝুঁকিতে বাংলাদেশ
এদিকে প্রাদেশিক বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাসরুল্লাহ ইমাম বলেন, কোটাবাটো এবং আশপাশের আটটি শহরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ভারি বৃষ্টির কারণে এদিকে কোটোবাটোতে আরও বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস বলেছে, সাইক্লোন নালগা উত্তর ফিলিপিন্সের দিকে অগ্রসর হয়েছে। এ কারণে ওই এলাকা থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
]]>




