অঙ্কন প্রিয় নবনূর আলীর গল্প!
<![CDATA[
একটু খানি রং আর তুলিতে মুহূর্তেই এঁকে ফেলতে পারেন অসাধারণ সব ছবি। বাবা নাম রাখেন নবীনুর। কিন্তু আর্টের প্রতি ভালোবাসা থেকে শখ করে নিজের নাম একটু পরিবর্তন করে রেখেছেন নবনূর। ৬৭ বছর বয়সী এই শিল্পীর বাড়ি রংপুরের নিউ জুম্মা পাড়া পাকার মাথায়।
ছোটবেলায় শখের বসে রং তুলিতে সময় পার করলেও জীবন-জীবিকার তাগিদে তা হয়ে ওঠে একমাত্র অবলম্বন। ৬০ বছরের এই দীর্ঘ সময়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তুলেছেন অজস্র ছবি। এসব ছবির জন্য প্রাপ্তিও অনেক, সফলতার ঝুড়ি পূর্ণ বিভিন্ন পুরস্কারে। নবনূর মনের মাধুরী মিশিয়ে রং তুলিতে আঁকে তার প্রতিটি ছবি, যা মন কাড়ে সকলের।
এ ছাড়া প্রকৃতি প্রেমী এই শিল্পীর গ্রাম বাংলার চিত্রকল্প যেন আপনাকে গ্রামীণ পরিবেশে নিয়ে যেতে পারে মুহূর্তেই। তার হাতে আঁকা এসব চিত্রকর্ম বিভিন্ন প্রদর্শনীতে ঠাঁই পেয়ে কেড়েছে সবার নজর।
নবনূর আলী সময় সংবাদকে বলেন, প্রথম শ্রেণিতে থেকে তিনি আর্ট শুরু করেন। চোখের সামনে যা পেতেন তাই আর্ট করতেন। কোন চারুকলা কিংবা কোন শিক্ষকের কাছে আমি আর্ট শিখিনি। মনের কল্পনায় তিনি আর্ট শিখেছেন। শখ করে দিয়েছেন নবনূর আর্ট নামে একটি প্রতিষ্ঠান।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে হাতে আঁকা মেসির চিত্রপ্রদর্শনী
বাবার এই অসাধারণ চিত্রকর্মে খুশি সন্তানরাও। তার হাতের চিত্রাঙ্কন দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই।
নগরীর ব্যবসায়ী মোজ্জাফর আহমেদ বলেন, বিভিন্ন দোকানগুলোতে তার আঁকা চিত্রগুলোর চাহিদা রয়েছে। শুধু দেশে নয়, বিদেশও সুনাম কুড়িয়েছে তার ছবি। যাদুকরী হাতের চিত্রে দেশে যেমন সুনাম কুড়িয়েছেন তেমনি বিদেশেও।
]]>




