অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস পরীক্ষা স্থগিত
<![CDATA[
অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২০২১ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড: ২২১৬০৩) কোর্সের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষণ ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ
উল্লিখিত তারিখের অন্যান্য সব বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পত্র কোড: ২২১৬০৩) কোর্সের পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। একই সঙ্গে এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
]]>