অনুমোদনহীন ডকইয়ার্ডে নষ্ট হচ্ছে বরগুনার জীববৈচিত্র
<![CDATA[
অনুমতি না নিয়ে বরগুনায় যত্রতত্র গড়ে উঠছে ডকইয়ার্ড। দূষিত হচ্ছে পরিবেশ। হুমকিতে জীববৈচিত্র্য। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।
বরগুনার পোটকাখালী এলাকার মূল সড়কের পাশে জনবহুল এলাকায় নির্মাণ করা হয়েছে অনুমোদনহীন ডকইয়ার্ড। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকার বাসিন্দারা। ঠিক একইভাবে জেলার বিভিন্ন স্থানে জনবসতিপূর্ণ এলাকা ও নদীর তীর দখল করে নির্মাণ করা হয়েছে শতাধিক লাইসেন্সবিহীন ডকইয়ার্ড।
এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। তাই ডকইয়ার্ডগুলো সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। তারা বলেন, ডকইয়ার্ডগুলো থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয়। আমরা এর সামনে দিয়ে যেতে পারি না। দ্রুত এই ডকইয়ার্ডগুলো বন্ধ করে দেইয়া হোক।
আরও পড়ন: বরিশালের ডকইয়ার্ডগুলোর নেই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র
অনুমোদনহীন ডকইয়ার্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস বরগুনা জেলা প্রশাসনের। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, যদি অনুমোদন না নিয়ে করা হয় তবে অবশ্যই দ্রুত আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় শতাধিক ডকইয়ার্ডের মধ্যে একটিরও লাইসেন্স নেই। এ কারণে রাজস্বও পাচ্ছে না সরকার। লাইসেন্স না থাকায় জেলার ডকইয়ার্ডের সুনির্দিষ্ট কোন তথ্যও পাওয়া যায়নি।
]]>