অনুশীলনে অনুপস্থিত এমবাপ্পে
<![CDATA[
প্রতিপক্ষের জন্য সত্যিকারের ভয়ঙ্কর এক নাম কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে নিজের সেরা রূপটা দেখাচ্ছেন পিএসজির এই ফরোয়ার্ড। আগামী শনিবার (১০ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তার আগে অনুশীলনে দেখা গেল না দলের সেরা গোলদাতা এমবাপ্পেকে।
ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে সব খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিচ্ছে, সেখানে এমবাপ্পেকে খুঁজে পাওয়া গেল না। এরপরই গুঞ্জন ওঠে, তাহলে কি ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে?
আরও পড়ুন: কোয়ার্টারের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি
এদিকে ফরাসি দলের পক্ষ থেকে কোনো উত্তর দেয়া হয়নি কেন এমবাপ্পে অনুশীলন করেননি। এভাবেই পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর দুদিন বিশ্রাম পেয়েছে খেলোয়াড়রা। এরপর সবাই অনুশীলনে নেমে পরেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টারের আগে অনুশীলনে এমবাপ্পের মতো তারকা নেই- এই খবর ছড়িয়ে পড়তেই দোহায় দলের অনুশীলন দেখতে আসা ফরাসি সমর্থকদের মধ্যে মারাত্মক চাঞ্চল্য ছড়ায়।
ফরাসি শিবির থেকে শুধু এটুকুই জানা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতির শুরুর মুহূর্তে কয়েকদিন গোড়ালিতে ব্যান্ডেজ বেঁধে এমবাপ্পেকে অনুশীলন করতে হয়েছিলো। যদিও ফরাসি কোচ দেশম এবং ফ্রান্সের চিকিৎসক এ ব্যাপারে কোনো কথা বলেননি।
আরও পড়ুন: ‘আমি জানি এমবাপ্পেকে কীভাবে আটকাতে হয়’
এদিকে বিশ্বকাপ শুরুর আগ থেকেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরির কারণে দল থেকে ছিটকে পরে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বেনজেমা, পগবা, কন্তে, কিম্পেম্বে। কিন্তু বিশ্বকাপ চলাকালীন এমন গুরুত্বপূর্ণ সময়ে যদি দলের সেরা খেলোয়াড় এবং বিশ্বকাপের টপ স্কোরার এমবাপ্পে যদি ইনজুরির কারণে ছিটকে যান তাহলে ফরাসি দল বড় ধাক্কা খাবে।
]]>




