অন্তত ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড
<![CDATA[
অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় অন্তত ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের বেশির ভাগই হাইতির নাগরিক। বুধবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, উন্নত জীবনের আশায় একটি ছোট নৌকায় গাদাগাদি করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল পাড়ি দেয়ার সময় আটক হন এই অভিবাসনপ্রত্যাশীরা। গত ২১ জানুয়ারি তাদের উদ্ধার করা হলেও মঙ্গলবার (২৪ জানুয়ারি) এর ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ভিডিওতে দেখা যায়, গভীর সমুদ্রে ঢেউয়ের গর্জনকে তোয়াক্কা না করেই ছুটে চলেছে নৌকাটি। নৌকায় গাদাগাদি করে বসে রয়েছেন তারা।
উদ্ধার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। এদের বেশির ভাগই হাইতির নাগরিক। বাহামাস থেকে ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্র থেকে উদ্ধারের পর বাহামাস সামরিক বাহিনীর কাছে তাদের হস্তান্তর করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী সে সাল দ্বীপে।
আরও পড়ুন: ইউরোপে অভিবাসন কি আরও কঠিন হয়ে উঠছে?
মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র জানান, উদ্ধার ব্যক্তিরা সবাই মানব পাচারের শিকার। ৫০টির বেশি ছোট নৌকা এর সঙ্গে জড়িত বলেও জানানো হয়।
উল্লেখ্য, এতদিন হন্ডুরাস, গুয়াতেমালার দুর্গম পথ পাড়ি দিয়ে মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করলেও হঠাৎ করেই অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বাইডেন প্রশাসনকে ভাবিয়ে তুলেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সীমান্তে হাজারো অভিবাসনপ্রত্যাশীর মানবেতর জীবন
]]>




