অপরাধ করে যন্ত্রের পেছনে লুকিয়ে থাকা অপরাধী, ইভিএম প্রসঙ্গে ইসি
<![CDATA[
যন্ত্র কখনও অপরাধ করে না। অপরাধ করে যন্ত্রের পেছনে লুকিয়ে থাকা কোনো অপরাধী। এ ধরণের অপরাধীকে নির্বাচন কমিশন প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা।
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আয়োজিত নির্বাচন কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই নিশ্চিত হয়েই রংপুর সিটি করপোরেশনসহ আগামী জাতীয় নির্বাচনে দেড়শ আসনে এর ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইভিএম নিয়ে প্রার্থীদের শঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, ইভিএম নিয়ে অনেকেরই শঙ্কা আছে। কিন্তু বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর ব্যাপকভাবে ইভিএমের পরীক্ষা-নিরীক্ষা এমন কী ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ প্রায় ৯০০ নির্বাচনে ইভিএমের ব্যবহার করার পরও কোনো ত্রুটি ধরা পড়েনি।
আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোকেই নিশ্চিত করতে হবে নির্বাচনের ভারসাম্য: সিইসি
রংপুর সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রতিশ্রুতি দিয়ে বেগম রাশিদা সুলতানা বলেন, আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নির্বাচন সফল করতে যা যা করার দরকার সব উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সব প্রার্থী ও ভোটারসহ নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার নুরে আলম মিনা, সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেয়া হবে পরদিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট হবে।
]]>