Feni (ফেনী)ফেনী

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: ফেনী বড়বাজারে দুই মিষ্টি কারখানায় জরিমানা

কারখানায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ফেনী বড় বাজারে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অভিযানে ইসলামিয়া সুইটসকে ৫০ হাজার ও মজুমদার সুইটসকে ২০ হাজার টাকা জরিমানােআদায় করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের খাদ্য কর্মকতা সৌরভ রায় শহরের বড় বাজারের ধানপট্টিতে ইসলামিয়া সুইটস ও মজুমদার সুইটসে অভিযান চালায়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ইসলামিয়া সুইটসকে ৫০ হাজার ও মজুমদার সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইসলামিয়া সুইটস এ পাওয়া পোড়া তেল ও মেয়াদ উত্তীর্ণ রঙ নষ্ট করা হয়।

একই অভিযানে বড় বাজারের ধানপট্টিতে কুমিল্লার মাতৃভান্ডার, ফেনীর নিউ মিষ্টিমেলা, মীম ফুড়, মধুবন, মধুমেলা, ইসলামিয়া হাজী মিষ্টি, ফুলকলি, মধুমেলা, রেড় বেরী, কাউসার কোয়ালিটি দধি সহ বিভিন্ন নামী দামী ভূয়া ব্র্যান্ডের প্যাকেট তৈরি করে মিষ্টান্ন খাদ্যদ্রব্য বাজারজাত করার সত্যতা পাওয়া যায়। এসময় তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আবদুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের নমুনাসংগ্রহকারী মো. রিদন উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!