বিনোদন
অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার
<![CDATA[
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহরণ মামলার পলাতক আসামি মো. আ. মালেককে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে র্যাব-৩ এর অভিযানে তাকে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রোববার (৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার ফারজানা হক।
আরও পড়ুন: আমরা যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাসী: প্রধানমন্ত্রী
সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা জানান, মালেক লালমনিরহাটের কাশিনাথঝাড় গ্রামের বাসিন্দা। তিনি মো. সিদ্দিকের সন্তান।
তিনি আরও জানান, মালেক গত ১৮ মে একটি অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছেন।
মালেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ফারজানা।
]]>