‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিশেষ প্রদর্শনী
<![CDATA[
শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন একটি ছবি নির্মাণ করে এদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছেন এলিট ফোর্স র্যাব- এমনটাই বলছেন দর্শকরা।
বিশেষ প্রদর্শনীতে সিনেমাটির প্রযোজক র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সিনেমাটি তৈরির গল্প তুলে ধরেন। জলদস্যুমুক্ত সুন্দরবন গড়ার পাশাপাশি জলদস্যুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও তাদের পুনর্বাসনের মধ্য দিয়ে র্যাব বর্তমানে সব শ্রেণির মানুষের প্রশংসায় ভাসছেন।
আরও পড়ুন: বিচ্ছেদ ইস্যুতে শাকিবের বক্তব্য অভিমানের: বুবলী
র্যাব কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত ও দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশন, এহসান আহমেদ, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
]]>




