অপ্রতিরোধ্য আর্সেনালকে থামাতে পারেনি হ্যারি কেইনরাও
<![CDATA[
চলতি প্রিমিয়ার লিগটা স্বপ্নের মতো কাটছে আর্সেনালের। তাদের অপ্রতিরোধ্য যাত্রা থামাতে পারেনি হ্যারি কেইন, সন হিউং-মিনরা। টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল গানাররা।
রোববার (১৫ জানুয়ারি) রাতের লিগ ম্যাচে টটেনহ্যামের মাঠে আর্সেনালের হয়ে একটি গোল করেন মার্টিন ওডেগার্ড। অপরটি ছিল আত্মঘাতী গোল।
লিগের অন্য ম্যাচে জয়ে ফিরেছে চেলসি। তারা ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। আর ক্রিস্টিয়ানো রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখে ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে সৌদি মালিকানাধীন ক্লাব নিউক্যাসল।
টটেনহ্যামের মাঠে দুর্দান্ত এক জয় পেয়েছে আর্সেনাল। চলতি প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচ হারা দলটি হটস্পারের বিপক্ষে লিড পেয়েছে ম্যাচে ১৪ মিনিটেই। প্রতিপক্ষ দলের গোলরক্ষক হুগো লোরিস গোল উপহার দেন গানারদের। বক্সে ঢুকে বুকায়ো সাকার নেয়া শট সামনে থাকা রায়ান সেসেগননের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে লোরিসের হাত হয়ে জড়িয়ে যায় জালে।
আরও পড়ুন: ম্যানচেস্টার ডার্বি হেরে ভিএআর ফ্যাক্টরকে দুষলেন গার্দিওলা
চার মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। সেসেগননের পাসে বক্সে ফাঁকায় বল পেয়ে যান সন হিউং-মিন, কিন্তু তার জোরালো শট কোনো মতে পা দিয়ে আটকে আর্সেনালকে গোল হজম থেকে রক্ষা করেন গোলরক্ষক অ্যারন র্যামসডেল। হটস্পারের সমতায় ফেরার চেষ্টা মাঝে ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ওডেগারের ২০ গজ দূর থেকে নেয়া নিচু জোরালো শট ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি লোরিস। বিরতির আগে একটি গোল শোধের সুযোগ পেয়েছিল হটস্পার। কিন্তু দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে হতাশ করেন র্যামসডেল।
লড়াইয়ে ফিরতে দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে হটস্পার। কিন্তু আর্সেনালের গোলবারে অতন্ত্রপ্রহরীর ভূমিকায় থাকা র্যামসডেলকে ফাঁকি দিতে বার বারই ব্যর্থ হন রিচার্লিসনরা। বিরতির পর কেইনের পর সেসেগননকেও আরও একবার হতাশ করেন র্যামসডেল। বদলি নামা ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন ৮১ মিনিটে গোলের উদ্দেশে কোনাকুনি শট নেন। কিন্তু সেটিও দারুণ দক্ষতায় গ্লাভসবন্দি করে নেন র্যামসডেল।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এ নিয়ে আসরে তারা টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সমান ম্যাচ খেলেও ৮ পয়েন্ট পিছিয়ে আছে। এক ম্যাচ বেশি খেলা টটেনহ্যাম ৩৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
আরও পড়ুন: সর্বোচ্চ চুক্তিতে মেসিকে চায় সৌদির দুই ক্লাব
প্রিমিয়ার লিগে দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। সব মিলিয়ে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ব্লুজরা। ম্যাচের ৬৪ মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন কাই হার্ভাটজ। ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট তারা এখন অবস্থান করছে লিগ টেবিলের দশে।
অন্যদিকে ফুলহামকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের সেরা তিনে অবস্থান করছে নিউক্যাসল। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দেন অ্যালেক্সান্ডার ইসাক। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা ৩৮। গুঞ্জন আছে নিউক্যাসল চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেলে সেখানে সৌদির আরবের ক্লাব আল-নাসর থেকে ধারে খেলতে যাবেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
]]>




