বিনোদন

অপ্রতিরোধ্য সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা

<![CDATA[

একদিনের বিরতি শেষে আবারও শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম খেলায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ঢাকা ডমিনেটর্সের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

নবম বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এবারের আসরে এখনো হারের মুখ না দেখা সিলেট চার ম্যাচে জয় চারটি জয় নিয়ে সেরার লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে দলটি যেন অপ্রতিদ্বন্দ্বী।

তবে সিলেটের জন্য বড় ধাক্কা দারুণ ছন্দে থাকা তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের ইনজুরি। ব্যাট হাতে চার ম্যাচে ৩ ফিফটিতে করেছেন ১৯৫ রান। তরুণ এ ক্রিকেটারের স্ট্রাইকরেট ছিল বিধ্বংসী টি-টোয়েন্টিসুলভ। প্রায় ১৬৬ স্ট্রাইকরেটে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছেন ২২ বছর বয়সী ডানহাতি এ ব্যাটার। তবে আঙুলের ইনজুরির জন্য প্রায় দুই সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেছেন হৃদয়।

অন্যদিকে ঢাকা ডমিনেটর্স এখন পর্যন্ত ৩ ম্যাচে ২ হার এবং ১ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। আজ কঠিন প্রতিপক্ষের সঙ্গে আরও একটি পরীক্ষা দিতে হবে নাসির হোসেনের দলটির। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের।

১১৮ স্ট্রাইকরেটে ব্যাট করা অধিনায়ক নাসির হোসেন ৩ ম্যাচে করেছেন ১১০ রান, যা ঢাকা ডমিনেটর্সের হয়ে সর্বোচ্চ। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার মোহাম্মদ মিঠুন। ১২৫ স্ট্রাইকরেটে এ ব্যাটারের সংগ্রহ ৫৯ রান। দলের হয়ে ব্যাটিংয়ে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি অন্য কোনো ব্যাটাররা।

আরও পড়ুন: কুমিল্লার কোচ সালাহউদ্দিনকে জরিমানা

বোলিংয়েও খুব একটা সফল নয় ঢাকার বোলাররা। তবে সবাইকে ছাড়িয়ে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে দলটির সেরা উইকেট শিকারি জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন। ঢাকার দলের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদ এখন পর্যন্ত দেখাতে পারেননি কোন ঝলক। তিন ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তবে জাতীয় দলের এ বোলার ফর্মে ফিরলে বিপদে পড়তে হবে সিলেটের ব্যাটারদের।

দুই দলের শেষ ৫ দেখায় ৩টিতে জিতেছে ঢাকা এবং ২টিতে জিতে সিলেট। যদিও বর্তমান সেই পরিসংখ্যান কতটা কাজে দেবে তা মাঠেই বোঝা যাবে। কারণ চলতি বিপিএলে এই দুই দলের প্রথম দেখায় ৬২ রানের বড় জয় পেয়েছিল মাশরাফীর সিলেট। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!