অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলবে
<![CDATA[
অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান জোরদার, ডলারের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও মানি লন্ডারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং সিআইডির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিআইডি’র কনফারেন্স রুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া।
অবৈধভাবে বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণ, দেশ থেকে হুন্ডি বা অবৈধ উপায়ে অর্থ পাঁচার রোধ এবং মানিলন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তির বিভিন্ন ধরনের তথ্য দ্রুত আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় পুলিশ কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড
এছাড়াও অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান, অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলমান রাখা এবং জাতীয় স্বার্থে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস, অতিরিক্ত পরিচালক মাসুদ রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
]]>




