বিনোদন

অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে চান জ্যোতিরা

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন এশিয়া কাপেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। বিশেষ ইতিবাচক মানছেন বোলারদের পাশাপাশি ব্যাটারদের ছন্দে ফেরাকে।

চোখে বিমান ভ্রমণের ক্লান্তি, মুখে স্মিত হাসি। কথা রেখেছেন টাইগ্রেসরা, আমিরাত জয় করে বিশ্বকাপ বাছাইয়ে সেরা হয়েই মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফিরেছেন দেশে।

আবুধাবির অবাধ্য গরম সঙ্গে দুই প্রবল প্রতিপক্ষ স্কটল্যান্ড-আয়ারল্যান্ড। তবে নিগারের জ্যোতির ছোঁয়ার কাছে পাত্তা পায়নি ওসব। ট্রফিটাকে এমন উঁচিয়ে ধরে সেই স্বস্তির কথাই জানান দিলেন বাংলার কাপ্তান।

আরও পড়ুন: দুবাইয়ে এয়ারপোর্টে নারী ক্রিকেটারদের সংবর্ধনা দিল বিমান

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা কিন্তু যাওয়ার আগে বলে গিয়েছিলাম, আমরা আর বাছাইপর্ব খেলতে চাই না। যেহেতু আমরা এখন এফটিপিতে আছি। সামনের টি-টোয়েন্টি সিরিজগুলোতে ভালো খেলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে চাই। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেলে আমাদের আর বাছাই খেলতে হবে না।’

ফুটবল কিংবা ক্রিকেট, জয়িতাদের হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনে বইছে স্বস্তির সুবাতাস। সামনেই যে আরও বড় অ্যাসাইনমেন্ট। ঘরের মাঠে এশিয়া কাপ ধরে রাখার চ্যালেজ্ঞ। এই প্রস্তুতি কতটুকু সাহায্য করবে সেখানে?

এ বিষয়ে জ্যোতি বলেন, ‘আমি বলব, এটা আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল। কারণ ম্যাচ অনুশীলনের ওপরে কোনো প্রস্তুতি হতে পারে না। যেহেতু এশিয়া কাপ একই ফরম্যাটে হবে, সেহেতু এটা আমাদের জন্য অনেক সহায়ক ছিল। খেলা যেহেতু ঘরের মাটিতে তাই আমাদের এগিয়ে রাখাই উচিত। বাছাইপর্বে  চ্যাম্পিয়ন হয়ে আসায় পুরো দলটা এখন আত্মবিশ্বাসে পরিপূর্ণ।’

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তনের আভাস

এশিয়া কাপের দল নিয়েও আছে আলোচনা-সমালোচনা। মারুফা-সুপ্তারা কেন স্ট্যান্ডবাই দলে। সে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলাম।

গণমাধ্যমকে মঞ্জুরুল বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ওপেনিং কম্বিনেশনের জন্য সুপ্তাকে দলে রাখা হয়নি। সে ওয়ানডেতে যতটা উপযুক্ত, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য অতোটা না। মারুফাকে স্ট্যান্ডবাই হিসেবে নেয়া হয়েছে পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে। যেটা ওকে অনেকটা এগিয়ে রাখবে।’

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে ৫ ম্যাচ খেলবে প্রতিটি দল। উদ্বোধনী ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ থাইল্যান্ড৷

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!