অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আর নেই
<![CDATA[
অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস তিনি অভিনেত্রীর দিদির বাড়িতে ছিলেন। সেখানেই চলছিল চিকিৎসা। মৃত্যুর সময় পাশে ছিলেন ৩ মেয়েই। বড় মেয়ের বাড়িতেই থাকতেন আরতি রায়।
আরও পড়ুনঃ আমাকে নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছে অনেকেই: শ্রাবন্তী
এদিকে দেবশ্রী রায়ের অভিনেত্রী হয়ে ওঠার পেছনে বড় অবদান তার মায়ের। মায়ের ইচ্ছাপূরণ করতেই ইন্ডাস্ট্রিতে আসা হয় তার। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে টলিপাড়ায় নিয়ে আসার পেছনে ছিলেন আরতি দেবী। প্রথমদিকে তো মায়ের হাত ধরেই স্টুডিও পাড়ায় আসতেন অভিনেত্রী দেবশ্রী রায়। কিন্তু মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেত্রী মায়ের জন্মদিনে নিজের হাতে পায়েস রেঁধেও খাইয়েছিলেন অভিনেত্রী।
আরতি দেবীর মেয়ে দেবশ্রী রায়ের দিদি অর্থাৎ রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় অসুস্থতার জন্য কলকাতা আসতে পারেননি। তাই মঙ্গলবারই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।
]]>




