বিনোদন

অভিনেত্রী রাজিতা কোচার মারা গেছেন

<![CDATA[

বর্ষীয়ান অভিনেত্রী রাজিতা কোচার মারা গেছেন। শনিবার তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। টিভি অভিনেত্রীদের কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন রাজিতা কোচার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শুক্রবার (২৩ ডিসেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ টিভি অভিনেত্রী। মৃত্যুকালে তিনি স্বামী আর মেয়েকে রেখে গেছেন। রাজিতার মৃত্যুতে শোকাহত বিনোদন জগত।

গত ২০ ডিসেম্বর তার শরীরে সুগার লেবেল বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয় চেম্বুরের একটি বেসরকারি হাসপাতালে। সুগার বেড়ে যাওয়ার কারণেই তার হার্টবিট কমতে থাকে। এরপরই তাকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে।

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন অভিনেত্রী। কিন্তু এর মাঝেই শুক্রবার সকালে কিডনি ফেল হয় তার। এবং হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রী রাজিতা কোচার। গত সেপ্টেম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

আরও পড়ুন: বড়দিনে অটল বিহারীরূপে সামনে এলেন পঙ্কজ ত্রিপাঠি

একটি নিউজ পোর্টালকে রাজিতার আত্মীয় নুপূর বলেন, ‘আমি যখন সন্ধ্যায় (২৩ ডিসেম্বর) ওনার সঙ্গে দেখা করি আমার হাত ধরে সবকিছুর জন্য ধন্যবাদ দিল। আমি ওনাকে বললাম আমার জন্য অন্তত বাঁচতে হবে। আমাকে থাম্বস আপ দেখাল। এটাই আমাদের শেষ কথা। আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন উনি চলে যাবেন।’

আরও পড়ুন: তুনিশার অন্তঃসত্ত্বার খবরে যা জানা গেল

নুপূর আরও বলেন, রাজিতার কাছেই তিনি বড় হয়েছেন, তার মায়ের মতো ছিলেন তিনি। তার কথায়, ‘উনি আমাকে বড় করেন, আমি ওনার দেখাশোনা করতাম। উনি এমন মানুষ যিনি কোনো দিন কাউকে সমস্যায় ফেলেননি। নিজের সিনেমা, নাটক, সহ-অভিনেতাদের ভালোবাসতেন। এসবই ছিল ওনার জীবন।’

রাজিতা কোচার ‘কাহানি ঘর ঘর কি’, ‘হাতিম’, ‘কবচ’, ‘তন্ত্র’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। কঙ্গনা রানাওয়াতের ‘মণিকরণিকা’ ও জয়া বচ্চনের ‘পিয়া কা ঘর’ ছবিতেও কাজ করেছেন তিনি।

সূত্র: জি ২৪ ঘণ্টা 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!