অভিনয় তাহসানের, কণ্ঠ নিপুণের?
<![CDATA[
নব্বই দশকের সবার কাছে আবেগের অনেকটা জায়গাজুড়ে রয়েছে সে সময়কার বিজ্ঞাপনগুলো। মোবাইল ফোন, ইন্টারনেটবঞ্চিত সে সময়কার শিশু, তরুণ-তরুণীদের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল টেলিভিশন। নাটক-সিনেমার ফাঁকে ফাঁকে সৃজনশীল সব বিজ্ঞাপন যেন নস্টালজিয়ায় ভরপুর।
তেমনই এক নারকেল তেলের বিজ্ঞাপন ছিল বেশবিখ্যাত। একসময়কার জনপ্রিয় তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা কাজ করেছিলেন বিজ্ঞাপনটিতে। বিজ্ঞাপনটির সঙ্গে ব্যাকগ্রাউন্ডের গান ‘সূর্য ডাকে আমার রোদে, চুল শুকাতে আসোনা’ বেশ জনপ্রিয়তা পায়।
আরও পড়ুন: নিজের প্রিয় স্থানেই চিরনিদ্রায় শায়িত মাসুম আজিজ
আজও দর্শক ভোলেনি এই মিষ্টি বিজ্ঞাপনটি, সেই সঙ্গে গানটিও। তবে অনেকেই হয়তো জানেন না–এই বিজ্ঞাপনের পেছনে আছে একটি মজার গল্প। বিজ্ঞাপনে একটি সংলাপই ছিল তাহসানের। মিথিলার প্রশ্ন: ‘কী দেখো?’ উত্তরে তাহসান বলেন: ‘তোমার চুল।’ জানা যায় এই সংলাপটির কণ্ঠ আসলে তাহসানের ছিল না।
আরও পড়ুন: শহীদ মিনারে মাসুম আজিজকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করে নির্মাতা আশফাক নিপুণ জানান, বিজ্ঞাপনটিতে আসলে তাহসানের হয়ে সংলাপে কণ্ঠ দিয়েছিলেন নিপুণ। তবে সে যাই হোক, দর্শক ভালোবাসা দিয়েছে বিজ্ঞাপনের তাহসানকে সেই সঙ্গে তার ঠোঁটে কণ্ঠ মেলানো আশফাক নিপুণকেও।
]]>