বাংলাদেশ

অরাজকতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি: কামরুল

<![CDATA[

দেশে অরাজকতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি। তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কোতোয়ালি থানা এবং ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তারা (বিএনপি) বিদেশি দূতাবাসে গিয়ে নালিশ জানায়। দেশে আগুন সন্ত্রাস করলে বিএনপির বিষদাঁত ভেঙে দেয়া হবে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, কোনোভাবেই এ অপশক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া হবে না।

আরও পড়ুন: জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই: কাদের

তিনি বলেন, বিএনপি-জামায়াতকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেয়া উচিত হবে না। এরা দেশকে ধ্বংস করতে চায়। আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপির জন্ম। তাই তারা পাকিস্তানের গুণগান গায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল তারা।

কামরুল ইসলাম বলেন, কোনো অনির্বাচিত সরকার দেশের মাটিতে কখনো প্রতিষ্ঠিত হবে না, সংবিধানসম্মতভাবেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের নামে তামাশা করেছিল বিএনপি। আগামী নির্বাচনে না এলে বিএনপি সংকটে পড়বে। সেই সংকট থেকে উত্তরণের পথ পাবে না তারা।

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। দেশে শেখ হাসিনার বিকল্প নেই।

বিএনপি নেতারা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে হুমকি দিচ্ছেন উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, পুলিশের ওপর আক্রমণ করছে তারা।

সম্মলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!