খেলা

অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে লুলার চ্যালেঞ্জ শুরু

<![CDATA[

ক্ষমতা গ্রহণের আগেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করেছেন সদ্য নির্বাচিত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এরইমধ্যে দুজন অর্থনীতিবিদকে নিয়োগ দিয়েছেন তিনি। এদিকে ব্রাজিলে এখনও অব্যাহত রয়েছে জেইর বলসোনারোর সমর্থকদের বিক্ষোভ।

আগামী বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন সদ্য নির্বাচিত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তবে তার আগেই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে মাঠে নেমেছেন বামপন্থি এই নেতা। এরইমধ্যে দলের পক্ষ থেকে পেরিসো আরিদা ও আন্দ্রে লারা রেসেন্ডে নামের দুই অর্থনীতিবিদকে নিয়োগও দিয়েছেন। দুজনই নব্বইয়ের দশকে ব্রাজিলের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আরিদা ও লারার পাশাপাশি গুইহার্মি মেলো নামে আরেক অর্থনীতিবিদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে পারসিউ আবরামো নামে লুলার বামপন্থি থিঙ্কট্যাংকের অর্থনৈতিক প্রস্তাবের খসড়া তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন গুইহার্মি। তবে লুলার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কে হবেন, তা এখনও জানা যায়নি। এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

আরও পড়ুন: রাজকীয় প্রত্যাবর্তন, বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন লুলা

ব্রাজিলের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জানান, সোমবার ক্ষমতা হস্তান্তরের সঙ্গে যারা যুক্ত তাদের নাম ঘোষণা করা হবে। তাদের মধ্যে কেউ কেউ লুলার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

এদিকে ব্রাজিলের জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ডানপন্থি নেতা জেইর বলসোনারোর সমর্থকরা। লুলার মতো একজন অপরাধী প্রেসিডেন্টকে চান না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!