অলিম্পিক বাছাইয়ে সাবিনাদের প্রতিপক্ষ ইরান, মালদ্বীপ, মিয়ানমার
<![CDATA[
অনুষ্ঠিত হয়ে গেছে নারী ফুটবলারদের ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাইপর্বের ড্র। যেখানে সাবিনাদের প্রতিপক্ষ ইরান, মালদ্বীপ ও মিয়ানমার। এবছর মার্চ থেকে শুরু হচ্ছে নারী ফুটবলারদের নতুন বছরের ব্যস্ত সূচি। অলিম্পিক বাছাইপর্ব ছাড়াও, বয়সভিত্তিক সাফ ও এএফসি টুর্নামেন্টের বাছাই খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে নতুন উদ্যমে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি। বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দল, বছরজুড়ে ব্যস্ত সূচি নারী ফুটবলারদের। দুটি সাফ ছাড়াও, আছে এএফসি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ ফুটবলের বাছাইপর্ব এবং অলিম্পিকের বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতা। তাই নিয়ে প্রস্তুতি চলছে ছোটন শিষ্যদের।
এদিকে, ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে প্যারিস অলিম্পিকের বাছাইয়ের ড্র। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান, মালদ্বীপ ও মিয়ানমার।
আরও পড়ুন: কেমন আছে দেশের ফুটবল?
এ বিষয়ে গোলাম রব্বানি ছোটন বলেন, ‘মালয়েশিয়াতে দুটি ম্যাচ খেলাতে আমাদের মেয়েদের আত্মবিশ্বাস বেড়েছে। আমি মনে করি সে অভিজ্ঞতা তারা প্যারিস অলিম্পিকের বাছাইয়ে কাজে লাগাবে। আমরা যদি আমাদের চেয়ে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারি, তবে অলিম্পিকে ওটার প্রভাব পড়বে।’’
এর আগে অনুর্ধ্ব-২০ সাফ দিয়ে শুরু হবে নারী ফুটবলারদের ২০২৩ মৌসুমের ক্যালেন্ডার। যেখানে খেলবেন সিনিয়রদের অনেকেই। ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে আশাবাদী কোচ। এছাড়া, অন্যান্য টুর্নামেন্টেও আশার আলো দেখছেন গোলাম রব্বানি ছোটন।
আরও পড়ুন: নারী ফুটবলারদের নতুন বছরের ব্যস্ত সূচি
তিনি বলেন, ‘অনূর্ধ্ব-২০ সাফে ইতোমধ্যে আমাদের প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে। সেখানে আমাদের প্রতিপক্ষ ইরান এবং তুর্কমেনিস্তান। যেহেতু দেশের মাটিতে খেলা, তাই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে আমাদের প্রতিপক্ষ আরব আমিরাত, তুর্কমেনিস্তান এবং সিঙ্গাপুর। সেখানেও আমাদের ভালো সম্ভাবনা আছে।’
সাফের মতো সাফল্যের ধারাবাহিকতা নতুন বছরেও নারী ফুটবলাররা অব্যাহত রাখবে বলে আশা কোচের।
]]>




