অসহনীয় বিদ্যুৎ বিলে ক্ষুব্ধ সেন্টমার্টিনবাসী
<![CDATA[
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বসবাস করেন ১১ হাজারের বেশি বাসিন্দা। দ্বীপের বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ করে আসছে সেন্টমার্টিন ব্লু মেরিন এনার্জি পাওয়ার লিমিটেড। কিন্তু সেন্টমার্টিন ব্লু মেরিন এনার্জি পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে দ্বীপের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দ্বীপের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। বিক্ষোভ মিছিলে অসহনীয় বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সেন্টমার্টিন ব্লু মেরিন এনার্জি পাওয়ার লিমিটেড বিদ্যুৎ সাপ্লাইয়ের প্রথম দিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা বলে ইউনিট প্রতি ৩১ টাকায় সংযোগ প্রদান করে। সহজ সরল দ্বীপবাসী তাদের সেই ফাঁদে পা দেয়। এরপরেও তারা কয়েকধাপে বিদ্যুৎ বিল বাড়িয়ে বর্তমানে ৪৮ থেকে ৫০ টাকায় ইউনিট প্রতি বিল নিচ্ছে। এখন আবার নতুন করে ইউনিট প্রতি ৬৮ টাকা বিদ্যুৎ বিল করার জন্য পায়তারা শুরু করেছে। যা দ্বীপবাসীর রক্তচোষার মতো অবস্থা। যা কোনোভাবে মেনে নেয়া যায় না।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, এক হাজার টাকা বিদ্যুৎ রিচার্জ করলে মিটারে দেখানো হয় ৭৫০ টাকা। যতবার রিচার্জ করা হয় ততবারই এই হারে টাকা কেটে নেওয়া হয়। মাসিক চার্জ কাটা হয় দুই হাজার টাকা করে। কত ইউনিট বিদ্যুৎ দেওয়া হয়েছে তা দেখারও কোনো সুযোগ থাকেনা। কেউ প্রতিবাদ করতে চাইলে লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই অসহনীয় বিদ্যুৎ বিল থেকে পরিত্রাণের জন্য দ্বীপবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন: মোংলা বন্দরে পৌঁছাল রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফায়সাল রহমান, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ সালাউদ্দিন, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহাদ শাহীন, ইউরো বাংলা রেস্তোরার মালিক ও যুবনেতা জিয়াউল হক জিয়া, নমারমেইড রিসোর্টের মালিক মাহাবুব, সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাহেদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সীপ্রবাল রিসোর্টের মালিক এমএরহিম জিহাদী।
এতে দ্বীপের হোটেল মোটেলের মালিক, ছাত্র সমাজ ও দ্বীপের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকেন।
]]>