Feni (ফেনী)ফেনী সদরসর্বশেষ
অসহায় বৃদ্ধ তনু মিয়ার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি :
বয়স ৯৬। দুই পা অকেজো হওয়ায় চলাচল করতে পারেন না। এমন পরি¯ি’তিতে সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তনু মিয়া। এরপর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের উদ্যোগে তাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার পেয়ে তিনি মহাখুশী।
জানা গেছে, গত ৩১ অক্টোবর তনু মিয়ার আবেদন পেয়ে জেলা প্রশাসক বিষয়টি সহায় সভাপতি মঞ্জিলা আক্তার মিমিকে অনুরোধ করেন। বৃহস্পতিবার ওই অনুরোধেল প্রেক্ষিতে তনু মিয়াকে ডেকে নিয়ে হুইল চেয়ার দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান সঙ্গে ছিলেন। বৃদ্ধ তনু মিয়া হুইল চেয়ারে করেই বাড়ি ফিরে যান।