বিনোদন
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
<![CDATA[
প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। বাংলাদেশের শক্তি তাদের দৃঢ় মনোবল। আর তাতেই বিশ্বমঞ্চে ফেবারিটদের বিপক্ষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার কিশোরীদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ জয়ে শুরু করতে বাংলাদেশের প্রয়োজন ৪৬ বলে ৫৬ রান। হাতে উইকেট আছে ৯টি।
শনিবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে অবস্থিত উইলোমুর পার্কে উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল ইয়াং টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছিল ৫ উইকেট হারিয়ে ১৩০ রানে।
হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। অজি বোলার মেকেন্নার বলে গোল্ডেন ডাক হয়ে ফেরেন মিষ্টি সাহা।
তবে শুরুতে উইকেট হারালেও দারুণভাবে লড়াইয়ে ফেরে বাংলাদেশের কিশোরীরা।
]]>