বিনোদন

অস্ট্রেলিয়ার বিমানবন্দরে ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা

<![CDATA[

অস্ট্রেলিয়ার বিমানবন্দরে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে বিশ্বকাপে ম্যাচ দেখতে আসা বাংলাদেশি সমর্থকদের। ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্স থেকে অ্যাডিলেডের সোমবারের (৩১ অক্টোবর) একটি ফ্লাইট নিয়ে রীতিমতো নাটক হয়েছে। কেবল কেবিন ক্রু সংকটের অজুহাতে ২৪ ঘণ্টা দেরি করেছে তারা, যা নিয়ে ক্ষুব্ধ সফররত সমর্থক ও গণমাধ্যমকর্মীরা।

বিশ্বকাপের দেশে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করতে হচ্ছে ভক্তদের। কিন্তু ব্রিসবেন ছেড়ে অ্যাডিলেডের পথে যাত্রা বিঘ্নিত। ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল বিপর্যয়ে বাংলাদেশের সমর্থকরা চূড়ান্তভাবে হতাশ।

তারা বলেন, অস্ট্রেলিয়া উন্নত দেশ। কিন্তু তাদের এভাবে ফ্লাইট বিলম্ব মেনে নেয়া যায় না। তবুও ভারতকে হারাতে পারলে এমন কষ্টটার লাঘব হবে। আশা করছি, বাংলাদেশ দল ভালো কিছু করবে।

সুপার টুয়েলভে বাংলাদেশ দলের পরবর্তী দুই ম্যাচ অ্যাডিলেড ওভালে। সময়মতোই সিটিতে পৌঁছে গেছে সাকিব-লিটনরা। কিন্তু ভার্জিন অস্ট্রেলিয়ায় টিকিট কাটা বাংলাদেশ থেকে খেলা কভার করতে আসা গণমাধ্যমকর্মীদের ফ্লাইট বিপর্যয়ের কারণে থেকে যেতে হয়েছে ব্রিসবেনেই।

আরও পড়ুন: দলে জায়গা হারানো তাসকিনের ফর্মে সেমির স্বপ্ন দেখছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশেও এমন বিড়ম্বনায় রীতিমতো তারা বিরক্ত। তারা বলছেন, আমাদের দরকার মাঠে উপস্থিত থাকা এবং সময়মতো কাজটা করা। কিন্তু ফ্লাইট বিপর্যয়ের কারণে শঙ্কা নিয়েই থাকতে হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ দলটাকেও অনুসরণ করতে পারছি না। এতে কাজের প্রচণ্ড ব্যাঘাত ঘটল। বিশ্বকাপে এমন তিক্ত অভিজ্ঞতা কখনোই হয়নি।

এ নিয়ে দুঃখ প্রকাশ করলেও যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি এয়ারলাইন্সের দায়িত্বরতরা। ভার্জিন অস্ট্রেলিয়ার চেক ইন অফিসার ললা বলেন, আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রু নেই। তাই বারবার ফ্লাইট বাতিল করতে হচ্ছে। যাত্রীদের এমন পরিস্থিতিতে ফেলার জন্য আমরা দুঃখিত।

তবে এয়ারলাইন্সের সীমাবদ্ধতার বিষয়টি আরও আগেই জানানো উচিত ছিল বলে মনে করেন ভুক্তভোগী বাংলাদেশি গণমাধ্যমকর্মী ও সমর্থকরা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাকিবকে বলিউড সুপারস্টার মনে করা হয়েছিল

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। পরের ম্যাচ রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে লাল-সবুজরা। কিন্তু একটি ম্যাচ হারলেই অন্য অঙ্ক কষতে হবে সাকিবদের।  

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!