অস্ট্রেলিয়ায় জেতার জন্য ১৬০-১৭০ রান আদর্শ: সিডন্স
<![CDATA[
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে দলের সঙ্গে জেমি সিডন্স থাকায় বাড়তি সুবিধা পাচ্ছে টাইগাররা। স্বাভাবিকভাবেই নিজ দেশের পিচ কন্ডিশন নিয়ে তার ভালোই জানাশোনা। সিডন্সের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে ২০০ রান করা জরুরি নয়। ১৬০-১৭০ রান করতে পারলেই জয় পাওয়া সম্ভব টাইগারদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ২৪ অক্টোবর। তার আগে ১৭ অক্টোবর, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। রশিদ-মুজিব ও নবীদের অধীনে সম্প্রতি তারা টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন পরাশক্তি। সবশেষ এশিয়া কাপেও এ দলটির বিপক্ষে পাত্তা পায়নি সাকিব বাহিনী।
এদিকে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত সিরিজ বাদ দিলে টানা সাত ম্যাচে জয় বঞ্চিত টাইগাররা। বিশ্ব আসরের আগে মোমেন্টাম খুঁজে পেতে সাকিব বাহিনীর তাই একটি জয় খুব প্রয়োজন।
আরও পড়ুন: সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সাব্বির
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেখানে সবশেষ ম্যাচে ১৭৩ রান নিয়েও জয় পায়নি টাইগাররা। তবে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার মাটিতে ২০০ রান করার প্রয়োজন নেই। সাকিবরা যদি ১৬০-১৭০ রান তুলতে পারে তাহলেই ম্যাচ জেতা সম্ভব।
এ বিষয়ে রোববার (১৬ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমার মনে হয় না, এখানে ২০০ দরকার আছে। কালকেও ২০০ দরকার হবে না, বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর। ১৭০ করতে পারলে আমরা খুবই খুশি থাকব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে। বিগ ব্যাশ দেখেছেন, সেখানে গড় স্কোর ২০০ নয়। খুবই বিরল স্কোর এটা।’
তিনি যোগ করেন, ‘নিউজিল্যান্ডে কেবল একটি স্কোর ছিল দুই’শ ছাড়ানো। ২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, আমাদের বোলিং আক্রমণ দিয়ে ম্যাচ হারের চেয়ে জিতবই বেশি।’
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ জানাল আইসিসি
সবশেষ সাত ম্যাচে ব্যাটিং অর্ডার নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এবার সেরা একাদশ সাজানোর পালা। আদৌ কী প্রস্তুত সাকিব বাহিনী? নাকি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও চলবে পরীক্ষা-নিরীক্ষা।
এ বিষয়ে সিডন্স বলেন, ‘খুব কাছাকাছি আমরা এখন (ব্যাটিং অর্ডার ঠিক করায়)। আমাদের ভাবনায় আমরা সঠিক আছি বলেই মনে করি। প্রয়োজন এখন কোনো একজনের নিজেকে মেলে ধরার ও বড় স্কোর গড়ার।’
ব্রিসবেনের গ্যাবায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রোববার (১৬ অক্টোবর) দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ। একই মাঠে ১৯ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ প্রোটিয়াদের মোকাবিলা করবে সাকিব বাহিনী।
]]>




