অস্ত্রোপচার হয়েছে মহেশ ভাটের?
<![CDATA[
অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাট। ভারতের এইচএন রিলায়েন্স হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে এমনটাই খবর ছিল ভারতীয় গণমাধ্যমজুড়ে।
তবে ঠিক অস্ত্রোপচার নয় অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে পরিচালক মহেশ ভাটের। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই পরিচালক। প্রবীণ চলচ্চিত্র নির্মাতাকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল যেখানে তার অ্যানজিওপ্লাস্টি করা হয়।
বর্তমানে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি এবং ভারতীয় গণমাধ্যমের সঙ্গে নিজের স্বাস্থ্য সম্পর্কে কথা বলেছেন। জানিয়েছেন অস্ত্রোপচার নয় তার অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। এটা কোনো রক্ত না ঝরিয়ে একটি সাধারণ প্রক্রিয়া।
আরও পড়ুন: পারিশ্রমিকে কে এগিয়ে শাহরুখ নাকি অক্ষয়?
তিনি আরও বলেন, ‘অস্ত্রোপচার হলো যেখানে ছুরি ব্যবহার করা হয়। অ্যানজিওপ্লাস্টি একটি সাধারণ রক্তবিহীন প্রক্রিয়া। আইসিইউতে কেবল আধ ঘণ্টা বাধ্যতামূলক থাকতে হয় এবং পরের দিনেই রিলিজ করে দেওয়া হয়।’
আরও পড়ুন: রেকর্ড গড়বে ‘পাঠান,’ অগ্রিম টিকিট বিক্রির ধুম
মহেশ আরও জানান, অ্যানজিওপ্লাস্টি করার পরিকল্পনা করা হয় ১৬ জানুয়ারি। রুটিন চেকআপের সময়ই ডাক্তার তাকে অ্যানজিওপ্লাস্টি করার পরামর্শ দেন।
একই সঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চিকিৎসক দলের অনেক প্রশংসা করেন মহেশ ভাট। ১৮ জানুয়ারি বাড়ি ফিরেছেন তিনি এবং অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
]]>




