অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি-বিক্রি, জরিমানা
<![CDATA[
হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিক্রির অভিযোগে চারটি হোটেল মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলা হিলি বাজার ও হিলি স্থলবন্দরের সামনে হোটেলগুলোতে এ অভিযান চালিয়ে এসব অর্থ জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
তিনি আরও বলেন, খাবার হোটেলগুলোতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে কি না, এসব বিষয়ে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে আল মদিনা ও লিজা মনি নামে দুটি হোটেলসহ চারটি হোটেল মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
এ ছাড়া আরও বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টকে সতর্ক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
]]>




