অ্যাওয়ার্ডের অপেক্ষায় বলি তারকারা!
<![CDATA[
আর মাত্র কয়েক ঘণ্টা পরই ঘোষণা করা হবে সেরা তারকাদের নাম। শনিবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওটিটি প্লে অ্যাওয়ার্ডস। উপস্থিত থাকবেন বলি তারকারা।
শনিবার রাতে বিনোদনজগৎ সাক্ষী থাকতে চলেছে দেশের অন্যতম বড় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাচ্ছে ওটিটি প্লে অ্যাওয়ার্ডস এর মূল অনুষ্ঠান। প্রথমে রেড কার্পেট, তারপর পুরস্কার বিতরণ। চলবে সারা রাত। অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের সব বড় সুপারস্টার।
নমিনেশনের তালিকা থেকে ধারণা করা যাচ্ছে, এবারের পুরস্কার বিতরণের মঞ্চে থাকতে পারেন কার্তিক আরিয়ান, কৃতি স্যানন, ঐশ্বর্য রাজেশ, তোভিনো থমাসের মতো তারকারা। এদের মধ্যে কারা পুরস্কার পাবেন, তা জানা যাবে অনুষ্ঠানে। তবে এই পুরস্কার কাকে দেয়া হবে, তা নির্বাচন করেছেন দর্শকই। দীর্ঘদিন ধরে অনলাইনে এ জন্য চলেছে ভোটদান। আর তা থেকেই ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে বিজয়ীদের নাম।
এ ছাড়া আরও অনেকে রয়েছেন নমিনেশনের তালিকায়। তারা হলেন: ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডন, সিদ্ধার্থ মালহোত্রা, সারা আলি খান, কীর্তি সুরেশ, তাপসী পান্নু।
আরও পড়ুন: চার্লসকে চুম্বন করেছিলেন বলিউড নায়িকা!
বাঙালিদের মধ্যেও বহু তারকা এবারের নমিনেশনের তালিকায় রয়েছেন: টোটা রায়চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, সোহিনী সরকার।
আরও পড়ুন: গান্ধীকে নিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য!
এসব তারকার মধ্যে কাদের হাতে পুরস্কার উঠবে, দর্শক আর বিচারকদের নম্বরে কারা হচ্ছেন সেরাদের সেরা, তা জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
]]>