অ্যাডিলেডে টাইগারদের ছুটির আমেজ
<![CDATA[
ভারতের বিপক্ষে ম্যাচের পরদিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শপিং আর ঘোরাঘুরিতেই কেটেছে তাদের সময়। এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে আইসিসির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাকিব আল হাসান। বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ভারতের কাছে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তারা।
ভারতের কাছে হারের পর অশ্রুসিক্ত নয়নে সমর্থকদের অ্যাডিলেড ওভাল ছেড়ে যাওয়ার পর পেরিয়েছে অনেকটা সময়। বিষন্ন চেহারা নিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। কিন্তু ম্যাচের পরদিন অ্যাডিলেডের টিম হোটেলে ছুটির আমেজ।
কোনো অনুশীলন নেই। তাই স্ত্রী-পুত্রকে নিয়ে মিরাজ বের হন ট্রামে চড়ে। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজ-শরিফুল ট্যাক্সিতে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের দেখাও মেলে হোটেল হিলটন অ্যাডিলেডের সামনে। সেমিফাইনালের রেইসে পিছিয়ে পড়া নিয়ে দুঃখ নয়, এই দিনটা যেমন খুশি তেমন কাটাও।
আরও পড়ুন: ‘এটা স্কুল না যে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন’
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে আইসিসির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের পাশাপাশি ওই অনুষ্ঠানে ছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চও।
বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, কোনো অনুশীলন না থাকায় যে যার মতো করে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে। তবে শুক্রবার (৪ নভেম্বর) অনুশীলন আছে। এক ঘণ্টার একটা অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে আমরা ছিলাম। সাকিব এবং অ্যারন ফিঞ্চকে এখানকার বাচ্চারা কিছু প্রশ্ন করেছে। তারা সেগুলোর উত্তর দিয়েছে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫ রানে হারের ম্যাচটি নিয়ে আলোচনা হয়েছে সাকিব-ফিঞ্চের। শুধু এ ম্যাচ নয়, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামলেই শেষ মুহূর্তে হারের যন্ত্রণা পেতে হয় দলকে। তবে এই যন্ত্রণায় কাতর হতে চায় না টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: ‘ভারতকে সেমিফাইনালে তুলতে চায় আইসিসি’
জালাল ইউনুস বলেন, আমরা চ্যাম্পিয়ন বা সেমিফাইনালের কথা চিন্তা করিনি। ম্যাচ বাই ম্যাচ ফোকাস করে খেলার নির্দেশনা ছিল। যাতে ভালো খেলতে পারি এবং জিততে পারি। ভারতের সঙ্গে জিতলে আমাদের ভালো সুযোগ থাকত। তবে হারলেও আমরা খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি।
ভারতের কাছে হারলেও আরেক এশিয়ান প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে সুপার টুয়েলভ পর্ব শেষ করতে চায় টাইগাররা।
]]>