খেলা
অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন সভাপতি তোফাজ্জল হোসেন
<![CDATA[
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
মঙ্গলবার (৮ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলে এলাহী সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারা প্রদত্ত ক্ষমতাবলে মো. তোফাজ্জল হোসেন মিয়াকে অ্যাথলেটিকসের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আরও পড়ুন: আইএমএফের কঠিন শর্ত মেনে ঋণ নয়: কাদের
এর আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব এ এস এম আলী কবীর। গত ১০ জানুয়ারি তার মৃত্যুর পর থেকে দেশের গুরুত্বপূর্ণ এ ফেডারেশনের সভাপতির পদটি শূন্য ছিল।
]]>




