অ্যাপসে পণ্য দেয়ার নামে ৬ কোটি টাকার প্রতারণা, আটক ৩
<![CDATA[
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা থেকে আবাবা নামে ভুয়া মোবাইল অ্যাপসের মাধ্যমে পণ্য দেয়ার নামে গ্রাহকের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতারকচক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে পৌরসভার শেখটোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের শেখটোলা গ্রামের সাইফুদ্দিনের ছেলে মো. সানাউল ইসলাম (৪০), মোকছেদ আলীর ছেলে মো. সাইফুদ্দিন (৬০), মৃত জাবেদ আলীর মেয়ে রুলি আরা বেগম (৫৮)।
আরও পড়ুন: কর্নেল পরিচয়ে চলে প্রতারণা, অবশেষে গ্রেফতার
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, প্রতারকচক্রটি দীর্ঘদিন বিখ্যাত অনলাইন অ্যাপ আলিবাবা শাখা কোম্পানি আবাবা অ্যাপসের নাম ব্যবহার প্রায় এক হাজার গ্রাহকের কাছ থেকে বিভিন্ন পণ্য দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ করে আসছিল।
তিনি আরও বলেন, এ চক্রের একটি গ্রুপ কম্বোডিয়াতে থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় এলাকায় ভুয়া অ্যাপসের নামে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে জড়িতদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, টেলিগ্রাম গ্রুপের স্ক্রিনশট, আবাবা মোবাইল অ্যাপ স্ক্রিনশট এবং কোম্পানির লোগোসংবলিত গেঞ্জি উদ্ধার করা হয়।
]]>