অ্যারিজোনায় ডেমোক্র্যাটদের জয়
<![CDATA[
অবশেষে অ্যারিজোনায় ভোটগণনা শেষ হয়েছে। এতে রিপাবলিকান দলের প্রার্থী ব্লেক মাস্টার্সকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী মার্ক কেলি। কেলি ভোট পেয়েছেন ৫১.৮ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান ব্লেক পেয়েছেন ৪৬.১ শতাংশ। এর ফলে সিনেটে দুই দলের আসন সংখ্যা এখন সমান সমান অর্থাৎ ৪৯টি করে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর গত মঙ্গলবার (৮ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় ভোট গণনা ও ফলাফল প্রকাশ। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট দখলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
নেভাদায় ভোটগণনা এখনও শেষ হয়নি। রাজ্যটিতে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী। অপরদিকে আরেক রাজ্য জর্জিয়ায় উভয় দলের কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ফলে আগামী ৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটেনের দখল পেতে রিপাবলিকানদের উভয় আসনেই জয় নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন / গভর্নর হলেন রেকর্ড সংখ্যক নারী
এদিকে অ্যারিজোনায় জয় নিশ্চিতের পর ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেলি। এক বিবৃতি তিনি বলেছেন, ‘আমাকে নির্বাচিত করার জন্য অ্যারিজোনার মানুষকে ধন্যবাদ। আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছি তার জন্য ডেমোক্র্যাট, ইন্ডিপেন্ডেন্টস ও রিপাবলিকানদের এক হয়ে কাজ করতে হবে।’
এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দুদলের ব্যবধান কমে এসেছে। প্রথম দিকে রিপাবলিকান দল ধরাছোঁয়ার বাইরে থাকলেও অ্যারিজোনার ফল আসার পর রিপাবলিকানদের কাছাকাছি চলে এসেছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত রিপাবলিকানদের প্রাপ্ত আসন সংখ্যা ২১১টি। অপরদিকে ডেমোক্র্যাটদের ২০৩টি।
]]>