খেলা

আঁখির নামে প্রধানমন্ত্রীর দেয়া জমির মামলা প্রত্যাহার

<![CDATA[

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনের নামে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জমির উপর করা মামলা প্রত্যাহার করেছে মামলার বাদী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বাদী মো. মকরম প্রামাণিক।

মকরম দ্বাবারিয়া গ্রামের মৃত মেছের প্রামাণিকের ছেলে। সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফুন নাহার শুনানি শেষে মামলাটির নিষ্পত্তি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বাবারিয়া মৌজার ১ নং খাস খতিয়ানের দাগ নং ৪৪৪ এ ৮ শতক জমি আঁখির নামে দলিল করে দেন। ওই জমির উপর গত ১৯ সেপ্টেম্বর মো. মকরম প্রামাণিক নামের একব্যক্তি নিজের মালিকানা দাবি করে সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন।

আরও পড়ুন: নারী এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

এর প্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পৌর সদরের পাড়কোলা গ্রামের আঁখির বাড়িতে উপস্থিত হয়ে শাহজাদপুর থানার এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসা সিভিল পোষাকে এ সংক্রান্ত একটি নোটিশ নিয়ে উপস্থিত হয়ে আঁখির বাবা আকতার হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ঘটনার পরদিন ২২ সেপ্টেম্বর দুপুরে ওই দুই পুলিশকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। আখিঁর পাওয়া জমি নিয়ে তার বাবা আকতার হোসেন বিপাকে পড়েন। পরে এ ঘটনার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচনার মধ্যেই সোমবার দুপুরে মামলার বাদী মো. মকরম প্রামাণিক নিজেই মামলাটি প্রত্যাহার করে নেন।

এখন জমি নিয়ে আখিঁর বাবাকে আর কোনো ঝামেলায় পড়তে হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: সাবিনাদের ১০ লাখ টাকা পুরস্কার দিল সম্মিলিত সাংস্কৃতিক জোট

এ বিষয়ে আঁখির বাবা আকতার হোসেন বলেন, মামলাটি প্রত্যাহার হওয়ায় আঁখি ও আমরা সবাই খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিদেশ সফরে রয়েছে। তিনি সেখান থেকেই আঁখির খোজ খবর নিয়েছেন।

ফুটবলে অবদান এবং দরিদ্র পরিবারের কথা বিবেচনা করে তিন বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় আঁখিকে জমি বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু সেই জমির মালিকানা দাবি করে শাহজাদপুরের একজন ব্যবসায়ী মামলা দায়ের করেন। জমি নিয়ে সমস্যার কথা আঁখি বাফুফে সভাপতিকে জানালে তারা সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। পরবর্তীতে জেলা প্রশাসন ওই জমির বরাদ্দ বাতিল করে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৮ শতাংশ জমি আঁখির নামে বরাদ্দ দেয়। গত ৪ জুন এই জমির দলিল আখিঁর পরিবারে হস্তান্তর করা হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!