আইএল টি-টোয়েন্টি লিগে খেলোয়াড়দের বিকাশের দারুণ সুযোগ
<![CDATA[
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আইএল টি-টোয়েন্টি লিগ। এরই মধ্যে দুবাইয়ে মাসব্যাপী ডেজার্ট ভাইপার্স ইনডোর কাপ আয়োজন করা হয়েছে। লক্ষ্য স্থানীয় খেলোয়াড়দের সম্পৃক্ততা বাড়ানো ও তাদের দক্ষতা উন্নয়ন।
আইসিসি অ্যাকাডেমি ইনডোর ফ্যাসিলিটিতে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি চলবে ২৪টি কর্পোরেট দলের এ টুর্নামেন্ট।
আইএল টি-টোয়েন্টিতে অংশ নেয়া ছয় দলের একটি ডেজার্ট ভাইপার্স এ টুর্নামেন্টের স্পন্সর।
স্থানীয় আমিরাতি তারকা ক্রিকেটার রোহান মুস্তফা ও ডেজার্ট ভাইপার্সের বোলিং কোচ আজহার মাহমুদ ফ্যাসিলিটিজ ঘুরে দেখেছেন এবং এ পদক্ষেপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রোহান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের অনেক স্থানীয় প্রতিভা আছে। কিন্তু তাদের দক্ষতা শীর্ষ পর্যায়ে ধরে রাখতে সব সময় আরও বেশি প্রতিযোগিতা দরকার হয়। ডেজার্ট ভাইপার্স ইনডোর কাপ সঠিক পথে আছে এবং ক্রিকেটের প্রচারণায় এটি বড় ধরনের সহায়তা করবে।’
আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসরে আমলা
ফাস্ট বোলিং কোচ মাহমুদ বলেন, ‘আমি অনেকবার দুবাই ভ্রমণ করেছি এবং আমি এখানকার প্রতিভা নিয়ে অবগত। আমিরাতে ক্রিকেটের উন্নয়নে ডেজার্ট ভাইপার্স প্রতিশ্রুতিবদ্ধ। তারা নতুন প্রতিভার বিকাশ করছে। একটি দল হিসেবে আইএল টি-টোয়েন্টির প্রতি মৌসুমে চারজন আমিরাতি খেলোয়াড়কে বের করে আনতে দায়বদ্ধ। এ টুর্নামেন্ট ক্রিকেটীয় প্রতিভা বের করে আনতে সাহায্য করবে।’
]]>




