আইনজীবীকে মারধরের অভিযোগে আদালতের পাঁচ কর্মকর্তা-কর্মচারী প্রত্যাহার
<![CDATA[
চট্টগ্রাম আদালতে আইনজীবীকে মারধরের অভিযোগে এক বেঞ্চ সহকারীসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ। ঘটনা তদন্তে তিন বিচারককে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সহকর্মীকে মারধরের ঘটনায় আইনজীবীরা বিক্ষুব্ধ ছিলেন। পরিস্থিতি সামাল দিতে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে জেলা জজ মহোদয়ের কাছে যাই। তখন সমিতির কাছে করা আইনজীবী মঞ্জুর আলমের অভিযোগ জেলা জজের কাছে হস্তান্তর করা হয়। তিনি বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ঘটনার সময় ওই আদালতে দায়িত্বরত পাঁচজনকে প্রত্যাহারের নির্দেশ দেন। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করার নির্দেশ দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে তাবিজ করা নিয়ে মারধরে আহত কিশোরের মৃত্যু
এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের প্রথম যুগ্ম ও জেলা জজ আদালতের বেঞ্চ সহকারীর সঙ্গে জেলা আইনজীবী সমিতির সদস্য মঞ্জুর আলমের একটি মামলার নথি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঝগড়ায় রূপ নিলে বেঞ্চ সহকারীসহ ওই আদালতের চার কর্মকর্তা-কর্মচারী মিলে তাকে বেধড়ক মারধর করেন বলে সমিতি বরাবরে দেয়া এক চিঠিতে অভিযোগ করেছেন আইনজীবী মঞ্জুর আলম।
]]>