আইপিএলে দল পেয়ে উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ লিটন
<![CDATA[
গত কয়েকবছরে আইপিএলে বাংলাদেশি মানে ঘুরেফিরে সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানই ছিলেন। এবার সাকিব-মুস্তাফিজ তো থাকছেনই, সেই সঙ্গে দেখা যাবে বাংলাদেশের ব্যাটিং সেনসেশান লিটন দাসকেও। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে দল পেয়ে উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ লিটন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) আইপিএলের নিলামে উঠেছিল লিটনের নাম। প্রথমবারের মতো দলও পেয়েছেন ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান করা ক্রিকেটার। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে তাকে।
বিশ্বের সবচেয়ে জাকজমকপূর্ণ ক্রিকেট লিগে দল পেয়ে কেমন লাগছে লিটনের? প্রথমবার খেলার সুযোগ পেয়ে কতটা রোমাঞ্চ অনুভব করছেন?
আরও পড়ুন:স্বপ্নের এক মৌসুম কাটানো লিটন দিচ্ছেন পুনরাবৃত্তির প্রতিশ্রুতি
লিটনের অনুভূতি অবশ্য কৌতূহলের বেলুন চুপসে দেওয়ার জন্য যথেষ্ট। আইপিএলে সুযোগ পেয়েও যে ভাবলেশহীন লিটন। তাকে ছুঁতে পারছে না রোমাঞ্চ। শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদসম্মেলনে লিটন বলেন, ‘এখনও কোনো অনুভূতি নেই। এখনও সময় আছে। আগে আইপিএল আসুক, আগে যাই খেলতে, তারপর দেখা যাবে।’
টাইগারদের হয়ে স্বপ্নের এক বছর পার করলেন ব্যাটার লিটন কুমার দাস। বছরের শেষ ইনিংসে ভারতের বিপক্ষে লিটনের উইলো থেকে আসে ৭৩ রান। ফলে এক পঞ্জিকাবর্ষে লাল সবুজের হয়ে রেকর্ড ১ হাজার ৯শ ২১ রানের কীর্তি এখন এই স্ট্যাইলিশ ব্যাটারের দখলে। শুধু তাই নয়, রানের হিসেবে এ বছর লিটনের ওপরে আছেন কেবলই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
২০২১ সালে পারফম্যান্সের কারণে দল থেকে বাদ পড়া লিটনই ২২-এ আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছর কতটা ধারাবাহিক লিটন এই পরিসংখ্যানেই তা স্পষ্ট। বাংলাদেশের হয়ে ৪২ ম্যাচে ১৯২১ রান। ১৩টা ফিফটি তিনটা শতক। গড় ৪০ এর বেশি। ছিলো এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রান করারও হাতছানি।
বছরে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করা সাকিব লিটনের চাইতে পিছিয়ে ৯২২ রানে। দুজনের রানের পার্থক্যটা দেখলেই বোঝা যাচ্ছে নিজেকে কতটা উচ্চতায় নিয়ে গেছেন লিটন।
শুধু এ বছরই নয়। এক পঞ্জিকাবর্ষে লিটনের এই রান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে মুশফিকুর রহিমের করা ১৬৫৭ রানের রেকর্ড ভেঙেছেন আগেই, ভেঙেছেন তামিমের কীর্তিও।
আরও পড়ুন:সাকিব-লিটনের কলকাতার পূর্ণাঙ্গ স্কোয়াড
শুধু বাংলাদেশের প্রেক্ষাপটই নয়, বিশ্ব ক্রিকেটে লিটনের অবস্থানও দুইয়ে।২৪২৩ রান নিয়ে ওপরে শুধুই পাক কাপ্তান বাবর আজম। এমনকি স্বপ্নের বছর কাটিয়েও লিটনের পেছনেই রেজওয়ান, শ্রেয়াস, স্মিথ, সুর্যকুমার যাদবরা।
তবে বিশ্বকাপ আর এশিয়া কাপের বছর বলেই ২০২৩ সালটা শুধু লিটনই নয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যও। তবে এমন পারফম্যান্সকে লিটন মানছেন অনুপ্রেরণা।
তিনি বলেন, ‘আপনি যখন একটা জায়গায় অবস্থান করছেন, সেটা ধরে রাখাটা চ্যালেঞ্জিং। অবশ্যই আমার জন্য ভালো যে ভগবান আমাকে সে সুযোগটা দিয়েছেন। আমি কৃতজ্ঞ যে, ২০২২ সালটা আমি ভালোভাবে পার করতে পেরেছি। আমি চেষ্টা করব, আমার সেরাটা দিয়ে যেন ২০২৩ সালটা শুরু করতে পারি এবং শেষ করতে পারি।’
]]>




