আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফ্রান্স শাখার আলোচনা সভা
<![CDATA[
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে কাজ করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ফ্রান্স আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান ও আলোচনা সভায় বক্তারা এই অভিমত তুলে ধরেন।
রোববার (১৫ জানুয়ারি) রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন ভূইয়া মিরন।
এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল এই সংগঠনটি।
ফ্রান্স স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটির সভাপতি কবি মোস্তফা হাসানের সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন ও সেলিম আল দীনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম।
আরও পড়ুন: অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার মৃধা, জাকির হোসেন ভূঁইয়া, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, সৈয়দ ফয়সাল ইকবাল, শাহাজাহান রহমান, সৈয়দ আকরাম খান, আব্দুল মুত্তালিব, নুরুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, অধ্যাপক অপু আলম, সংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান, সহসম্পাদক হাসান সিদ্দিকী, প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল খান, সহসভাপতি আমিনুর রহমান ফারুক, ফ্রান্স আওয়ামী লীগ নেতা ইব্রাহিম মোল্লা, আব্দুল আহাদ, আকবর খান, কামরুল হাসান সেলিম, মারুফ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নুল আবেদিন, রিপন মজুমদার, আরিফ ব্যাপারী, কামাল সিকদার, বাবলু চৌধুরী, মনিরুজজ্জামান, আজাদ আহমেদ, আব্দুর রহমান, শেখ রশীদ, সাব্বির আহমেদ, মানব বালা, সাকির আহমেদ, জালাল আহমেদ, শরিফ আহমেদ, মামুদুর রহমান, মিয়া মুন্না, মিন্টু প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়।
]]>