খেলা

আওয়ামী লীগ ২০১৮ সাল থেকেই জাতীয় পার্টির সাথে নেই: তথ্যমন্ত্রী

<![CDATA[

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লাীগ ২০১৮ সাল থেকেই জাতীয় পার্টির সাথে নেই।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে এদিন সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, কিছু সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে কি-না। আমি স্পষ্ট করে বলতে চাই, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই।

এদিকে ‘পাকিস্তানই ভালো ছিল’ বলে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেবদের হৃদয়ে যে পাকিস্তান সেটিই বেরিয়ে এসেছে।

আরও পড়ুন: আ. লীগের সঙ্গে নেই জাপা: জিএম কাদের

তিনি বলেন,‘ প্রকৃতপক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তার নেত্রী খালেদা জিয়া ও তাদের দল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, হৃদয়ে যে তারা পাকিস্তানকেই লালন করে সেটির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে তাদের মুখে পাকিস্তানই ভালো বক্তব্যে।’

ড. হাছান বলেন, ‘আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম, মির্জা ফখরুল সাহেব, তাদের নেত্রী বেগম জিয়া এবং তার দল হৃদয়ে পাকিস্তানকেই যে লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘যেখানে আমরা অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সমস্ত সূচকে পাকিস্তানকে ২০১৫ সালে অতিক্রম করেছি, মাথাপিছু আয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছি, সেই কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’

আরও পড়ুন: দমনপীড়নেও থামবে না আন্দোলন: ফখরুল

হাছান বলেন, ‘পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদরাও তা স্বীকার করে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। আর মির্জা ফখরুল সাহেব বৃহস্পতিবার ঠাকুরগাঁও গিয়ে বললেন পাকিস্তানই ভালো ছিল! এতে তাদের অন্তরে যে পাকিস্তান সেটাই নগ্নভাবে প্রকাশ পেল।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!