আকাশে উড়ল ১৫ ঘুঘু
<![CDATA[
পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকারিদের কাছ থেকে ১৫টি দেশি তিলা ঘুঘু উদ্ধার করেছে এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা। পরে উদ্ধার করা ঘুঘুগুলোকে অবমুক্ত করা হয়।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করা হয়।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে থানার সামনে এসব ঘুঘু অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: একে একে আকাশে উড়ল ১৫ বক
এর আগেও শিকারিদের কাছ থেকে বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছে এ সংগঠনটি।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, তিলা ঘুঘুগুলোকে খাঁচায় বন্দি পেয়ে জব্দ করি। পরে পাখি শিকারিদের থেকে পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এ সময় পাখি শিকারের ফাঁদ (জাল) পুড়িয়ে ফেলা হয়েছে।
]]>




