বাংলাদেশ

আখাউড়ায় অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি ট্রেন

<![CDATA[

আখাউড়া জংশন স্টেশন এলাকায় একই লাইনে প্রবেশ করা দুটি ট্রেন অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে জংশন স্টেশনের কাছে এক নম্বর লাইনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অন্তত দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনা তদন্ত করে দেখা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো। ঠিক একই সময় এর পেছনে প্রায় ১০০ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেন সিগন্যাল অমান্য করে প্রবেশ করছিল। তাৎক্ষণিক রেল স্টেশনের দায়িত্বরতরা বিষয়টি বুঝতে পেরে দৌড়ে ম্যানুয়াল সিগন্যাল দিয়ে ট্রেনটি দাঁড় করান। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনদুটি। ঘটনার পর অন্তত দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্টেশনে অবস্থানরত যাত্রীরা।

আরও পড়ুন: ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির ৫ সদস্য গ্রেফতার

আখাউড়া স্টেশনে অবস্থানরত যাত্রী শাহরিয়ার আলম ও তৈয়বুর রহমান জানান, প্রায়ই এমন ঘটনা ঘটছে। এ ব্যাপারে দায়িত্বরতদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। আজ দুর্ঘটনা ঘটলে অনেক হতাহত হতে পারত।

এদিকে মালবাহী ট্রেনের চালক মো. আক্তার হোসেন জানান, তিনি সিগন্যাল পেয়ে যথাযথ নিয়ম মেনেই জংশন স্টেশনে প্রবেশ করছিলেন।

এদিকে আখাউড়া রেল স্টেশনের কেবিন স্টেশন মাস্টার জানান, কনটেইনার ট্রেনটিকে ওই লাইনে সিগন্যাল না দেয়া সত্ত্বেও সেটি প্রবেশ করেছে। সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পূর্বঘোষণা ছাড়া পরীক্ষা স্থগিত, নোয়াখালীতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

আখাউড়া জংশন স্টেশন সুপারিন্টেনডেন্ট জানান, এ ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হবে।

ঘটনার সময় আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনদুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!