বাংলাদেশ
আখেরি মোনাজাতে মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা
<![CDATA[
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার (২২ জানুয়ারি) মেট্রোরেল ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এ ছাড়াও বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।
আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) ফজর নামাজ শেষে আমবয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা সাদপন্থিরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
]]>




