বাংলাদেশ

আগামী মার্চে মিলবে ‘মেইড ইন বাংলাদেশ’ স্বর্ণের বার

<![CDATA[

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেছেন, ২০২৩ সালের মার্চ মাস থেকে ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা স্বর্ণের বার পাওয়া যাবে। দেশের স্বর্ণ শিল্প বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের অর্থনীতি আরও বহুগুণে সমৃদ্ধ হবে।

তিনি বলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বাংলাদেশের স্বর্ণ শিল্প নিয়ে স্বপ্ন দেখেছেন, বাস্তবায়নও করছেন।সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) ফেনী জেলা কমিটির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহীন বলেন, একটা সময় স্বর্ণ ব্যবসায়ীদের আত্মমর্যাদা ছিল না। এ ব্যবসাকে প্রতিষ্ঠিত ও আত্মমর্যাদাশীল ব্যবসা হিসেবে গড়তে সমগ্র বাংলাদেশে বাজুস প্রেসিডেন্ট নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশের বিভিন্ন জেলায় মতবিনিময় সভা হচ্ছে। পুরো দেশের স্বর্ণ ব্যবসায়ীরা আজ ঐক্যবদ্ধ।

আরও পড়ুন: ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড দেয়ার ঘোষণা সায়েম সোবহান আনভীরের

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বর্ণ অলঙ্কার পরিবহনে রিসিট তৈরি করে নেবেন। সঙ্গে এনআইডি ও বাজুসের সদস্য ফরম রাখবেন। এসব থাকলে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সমস্যায় পড়তে হবে না। তারপরও কেউ সমস্যার সম্মুখীন হলে বাজুস ব্যবস্থা গ্রহণ করবে। চোরাই স্বর্ণ ক্রয় করা যাবে না। সেখানে শাস্তি অবধারিত।

তিনি আরও বলেন, পুলিশ কোনো ব্যবসায়ীকে চোরাই স্বর্ণসহ আটক করলে বাজুসকে অবহিত করতে হবে। ওই বিষয়ে যথাযথ তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে জেলায় তাৎক্ষণিক সব দোকান বন্ধ হয়ে যাবে। তবে চোরাই স্বর্ণ বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে আমরা পাশে থাকব না। ভ্যাট সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রতিটি জুয়েলারি দোকানে বাজুসের মূল্য তালিকা মেনে চলতে হবে। তার ব্যত্যয় ঘটলে প্রথমে ব্যবসায়ীকে বোঝাবেন, প্রয়োজনে জরিমানা করবেন। বাজুসের হাত শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ব্যবসায়ীদের এ বিষয়ে ধারণা ও উদ্বুদ্ধ করতে উপস্থিত সকল ব্যবসায়ীকে আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজুস উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নারায়ন চন্দ্র দে, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব মো. রিপনুল হাসান ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিসট্রিক্ট মনিটরিং সদস্য প্রণব সাহা প্রমুখ।  

আরও পড়ুন: জুয়েলারি শিল্পের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন: বাজুস সভাপতি আনভীর

সভায় আরও বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখা সভাপতি বাবু মৃনাল কান্তি ধর, বাজুস কুমিল্লা জেলা শাখার সভাপতি রোটারিয়ান আলমগীর খান, বাজুস চাঁদপুর সভাপতি মোমোস্তফা ভূঁঞা, বাজুস লক্ষ্মীপুর সভাপতি হরিহর পাল, ফেনী চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি পারভেজুল ইসলাম হাজারী, বাজুস ফেনীর সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্ছুসহ বাজুসের স্থানীয়, কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলার জুয়েলারি ব্যবসায়ীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন পাটোয়ারী এবং ফেনী পৌরসভার কাউন্সিরল সাইফুর রহমান সাইফু।  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!