আগাম জামিন পেলেন ইমরান খান
<![CDATA[
আদালত অবমাননা মামলায় আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। এক নারী বিচারককে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় রোববার (২ অক্টোবর) তাকে আগাম জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের মন্তব্যকে কেন্দ্র করে ইসলামাবাদের মারগালা থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলায় শনিবার (১ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এক ম্যাজিস্ট্রেট। গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর ইসলামাবাদে তার বাসভবন বানি গালার সামনে জড়ো হন সমর্থকরা। মূলত পাশের অঞ্চলের সমর্থকরা দলে দলে ইমরান খানের বাসভবন এলাকায় জড়ো হতে শুরু করে। প্রিয় নেতার গ্রেফতার ঠেকাতে ঘিরে ফেলতে শুরু করে তার বাসভবন।
আরও পড়ুন: চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের সেতুবন্ধন করতে চায় পাকিস্তান
গ্রেফতারি পরোয়ানা জারির পর একটি বিবৃতি দেয় ইসলামাবাদ পুলিশ। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইসলামাবাদ পুলিশ জানায়, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া।
ইসলামাবাদ পুলিশ আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আদালতের সবশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সেই সময়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পুলিশ আরও জানায়, ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের বিরুদ্ধে তার মন্তব্যের জন্য নথিভুক্ত একটি মামলা থেকে সন্ত্রাসের অভিযোগ বাতিল করার পর মামলাটি একটি দায়রা জজ আদালতে স্থানান্তরিত করা হয়। সেই আদালত পিটিআই প্রধানকে জামিন দেননি।
আরও পড়ুন: পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী ইসহাক দার, কঠোর সমালোচনা পিটিআই’র
ইমরান খান গত ২০ আগস্টের (শনিবার) ভাষণে ইসলামাবাদ পুলিশ মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। সেই সময় তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলেন, আমরা আপনাদের ছাড় দেব না।
এর আগে ১০ এপ্রিল (রোববার) পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেফতার হন ইমরান খানের ঘনিষ্ঠ সহকারী ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিল।
]]>